গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়
শাজাহানপুর, বগুড়া।
আমাদের প্রদত্ত সেবা সমূহঃ-
|
বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিসত্মার ও উন্নয়নের উপর গুরুত্বারোপ করেছেন। এরই অংশ হিসাবে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক প্রদত্ত সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কার্যক্রমের সংক্ষিপ্ত বিষয়াবলী নিম্নরুপঃ
ক) মা ও শিশু স্বাস্থ্য সেবা (বিনামূল্যে)ঃ খ) পরিবার পরিকল্পনা সেবা (বিনামূল্যে)ঃ
** গর্ভবতী সেবা (কমপক্ষে ০৪ বার)। ** পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ।
** গর্ভোত্তর সেবা (কমপক্ষে ০৩ বার)। ** খাবার বড়ি।
** এম,আর সেবা। ** জন্মনিরোধক ইনজেকশন।
** নবজাতকের সেবা। ** আইইউডি/কপারটি।
** ০৫ বৎসরের কম বয়সী শিশুদের সেবা। ** ইমপ্ল্যান্ট।
** ইপিআই সেবা। ** ভ্যাসেকটমি/এনএসভি (স্থায়ী পদ্ধতি)।
** ভিটামিন ‘‘এ’’ ক্যাপসুল বিতরণ। ** টিউবেকটমি (স্থায়ী পদ্ধতি)।
** পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন জনিত পার্শ্ব প্রতিক্রিয়া ও জটিলতার সেবা।
গ) সরকার কতৃক নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে প্রদত্ত পরিবার পরিকল্পনা সেবাঃ
** কনডম ০১ (এক) ডজন ১ টাকা ২০ পয়সা।
ঘ) পরিবার পরিকল্পনা কার্যক্রমে সরকার গ্রহীতাকে নিম্নলিখিত সুবিধাদি দিয়ে থাকেঃ
** আইইউডি/কপারটি এর ক্ষেত্রে ১ম বার প্রদেয় ১৫০/- টাকা
১ম+২য়+৩য় ফলোআপ বাবদ প্রদেয় (৮০+৮০+৮০) ২৪০/- টাকা
সর্বমোট = ৩৯০/- টাকা।
**ইমপ্ল্যান্টএর ক্ষেত্রে ১ম বার প্রদেয় ১৫০/- টাকা
১ম+২য়+৩য় ফলোআপ বাবদ প্রদেয় (৭০+৭০+৭০) ২১০/- টাকা
সর্বমোট = ৩৬০/- টাকা।
**স্থায়ী পদ্ধতিঃ(প্রতি রবিবার ও মঙ্গলবার স্থায়ী কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে)
পুরুষের ক্ষেত্রেঃমজুরী ক্ষতি, খাদ্য ও যাতায়াত ভাতা এবং সেলাই কাটা বাবদ = ২,০০০/- একটি লুঙ্গি এবং প্রয়োজনীয় ঔষধ পত্রাদি।
মহিলার ক্ষেত্রেঃমজুরী ক্ষতি, খাদ্য ও যাতায়াত ভাতা এবং সেলাই কাটা বাবদ = ২,০০০/- একটি শাড়ি এবং প্রয়োজনীয় ঔষধ পত্রাদি।
ঙ) অন্যান্য সেবা (বিনামূল্যে)ঃ
** সাধারন রোগীর সেবা
** বয়ঃসন্ধিকালীন সেবা
** কিশোর কিশোরীদের স্বাস্থ্য শিক্ষামূলক সেবা (১০-১৬ বৎসর)।
চ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।
অস্থায়ী পদ্ধতিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক এবং বাড়ীতে বাড়ীতে গিয়ে খাবার বড়ি, কনডম ও জন্ম বিরতীকরণ ইনজেকশন সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী ব্যক্তিঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী গণ উক্ত সেবা প্রদান করে থাকে। সেবা প্রদানের সময়ঃ সপ্তাহের ৬ দিন সকাল ৯.০০ হতে ৫.০০ পর্যন্ত। ২। দীর্ঘ মেয়াদী পদ্ধতিঃ প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইইউডি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমপ্ল্যান্ট সেবা প্রদান করা হয়। সেবা প্রদান কারী ব্যক্তিঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা আইইউডি ও মেডিকেল অফিসার এমসিএইচএফপি ইমপ্ল্যান্ট সেবা প্রদান করে থাকেন। সময়ঃ আইইউডি প্রতিদিন ও ইমপ্ল্যান্ট সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮.০০ হতে বিকেল ২.৩০ পর্যন্ত সেবা প্রদান করা হয়। ৩। স্থায়ী পদ্ধতিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প্রয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে পুরুষ ও মহিলা বন্ধ্যাকরণ অপারেশন সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী ব্যক্তিঃ মেডিকেল অফিসার এমসিএইচএফপি।সেবা প্রদানের সময়ঃ সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ৮.০০ হতে বিকেল ২.৩০ পর্যন্ত সেবা প্রদান করা হয়। ৪। সাধারণ রুগীঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সাধারণ রুগী সেবা প্রদান করা হয়। সেবা প্রদানকারী ব্যক্তিঃ মেডিকেল অফিসার এমসিএইচএফপি ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। সেবা প্রদানের সময়ঃ শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৮.০০ হতে ২.৩০ পর্যন্ত। উল্লেখ্য উল্লেখিত সেবা সমূহ বিনে মূল্যে প্রদান করা হয়। শুধুমাত্র কনডমের ক্ষেত্রে প্রতি পিস কনডমের মূল্য ১০ পয়সা করে সরকার নিয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS